নেছারাবাদে ওলামাদলের আহবায়ক কমিটি গঠন

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ওলামাদলের আহবায়ক কমিটি গঠন
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫


নেছারাবাদে ওলামাদলের আহবায়ক কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন ওলামাদলের আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরে উপজেলার মাহামুদকাঠী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ওলামাদলের আহবায়ক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা আতীকুল ইসলাম এবং মাওলানা সেলিম সাহেদ। উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন এবং স্বেচ্ছাসেবক নেতা মোঃ মিরাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উলামা সমাজই পারে দেশের চলমান সংকটময় সময়ে ইসলাম ও দেশপ্রেমের মূল্যবোধে সমাজকে জাগ্রত করতে। তারা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন অওলাদা দলের নবগঠিত কমিটির আহবায়ক মাও মোঃ মোবারেক আলী মিয়া ওসদস্য সচিব হিসেবে মাও মোঃ মহিব্বুল্লাহ নাম ঘোষণা করা হয়।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:১৮ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ