
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রীর এক ছাত্রদল নেতা পথরোধ করে টানাহেঁচড়ার চেষ্টা করেন। এসময় বাধা দেওয়া হলে ওই নারীকে চড়থাপ্পড় মেরে সাথে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটকেরে নেবার অভিযোগ করা হয়েছে। স্থানীয় এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ এনে ইতিমধ্যে গৌরনদী থানায় লিখিত দিয়েছেন।
অভিযোগে জানা যায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী দিনা বেগম (২৫) কে দীর্ঘদিন ধরে বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।
সবশেষ ২৩ অক্টোবর বেলা আনুমানিক ১১টায় দিনা বেগম তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় যাচ্ছিলেন। পথে অভিযুক্ত এনাম তালুকদার তার গতিরোধ করে টানাহেঁচড়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই ছাত্রদল নেতা তাকে চড়থাপ্পড় মারেন।
এরপর অভিযুক্ত ও তার সহযোগীরা দিনা বেগমের গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুল এবং ব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
দিনা বেগমের মা সালমা বেগম বলেন, মারধরের ফলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে দিনা বেগম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার দাবি করে সালমা বেগম তার মেয়ের ওপর বর্বর হামলার বিচারের জোর দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এনাম তালুকদার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিক, মানসিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।