নাচোলে বিএনপির সংঘর্ষে দুই ভাই নিহত, বিচারের দাবিতে মানববন্ধন

হোম পেজ » রাজশাহী » নাচোলে বিএনপির সংঘর্ষে দুই ভাই নিহত, বিচারের দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫


 

নাচোলে বিএনপির সংঘর্ষে দুই ভাই নিহত, বিচারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি মোড়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, স্থানীয় সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের দুই ভাই নিহত হয়েছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত দোষীদের বিচার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ, আজের শেখ, ছাত্রনেতা কাফেক ও কাহারসহ ভুক্তভোগী পরিবারের সদস্য জুলেখা বেগম, নূরেসা বেগম ও শিউলি বেগম প্রমুখ।

এর আগে ১৪ অক্টোবর বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মিলন আলী ও আলম আলী মারা যান।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৩ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ