পিরোজপুর-২: গণসংযোগে আল-বেরুনী সৈকত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুর-২: গণসংযোগে আল-বেরুনী সৈকত
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


পিরোজপুর-২: গণসংযোগে আল-বেরুনী সৈকত

মোঃ রুহুল আমিন, নেছারাবাদ থেকে (পিরোজপুর)

পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল্লাহ আল-বেরুনী সৈকতের প্রচারণা বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে জোরালোভাবে শুরু হয়েছে।

নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলায় দুই শতাধিক নেতাকর্মী তার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারা জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

প্রচারনায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহাগ, মোঃ রাজীব রায়হান, মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসেন, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা যুবদল নেতা মোঃ মারুফ তালুকদার, আব্দুর রহিম, মোঃ রেজাউল কবির নান্টু, মোঃ আতিক হাসানসহ অন্যান্য নেতাকর্মী।

নেতাকর্মীরা সরকারের ব্যর্থতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের গুরুত্ব তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫৫ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ