
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক পরিবারকে নিঃস্ব করা সেই প্রধান শিক্ষক অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আদালত ও থানায় একাধিক মামলা রয়েছে, যার একটিতে ইতোমধ্যে সাজাও হয়েছে।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের রমেশচন্দ্র হালদারের ছেলে ও ছয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজ্ঞুপদ হালদার (৫০) শিক্ষকতা পেশাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রতারিত চাকরিপ্রত্যাশীরা বারবার টাকা ফেরত চাইলে ব্যর্থ হন। পরে একাধিক ভুক্তভোগী আগৈলঝাড়া থানা ও বরিশাল আদালতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। ফুল্লশ্রী গ্রামের কালাচাঁদ মজুমদার ১৫ লাখ টাকা আদায়ের জন্য ২০২৩ সালে মামলা করেন, যাতে বিজ্ঞুপদ হালদারের এক বছরের সাজা হয়।
দুর্নীতির দায়ে চাকরি হারিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে র্যাব-৩ এর সদস্যরা ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে শতাধিক ভুক্তভোগী থানায় ভিড় করেন। আগৈলঝাড়া থানায় বর্তমানে তার বিরুদ্ধে ৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. অলিউল ইসলাম।
তিনি জানান, প্রতারক ওই শিক্ষক অনিতা মজুমদারের কাছ থেকে ৪ লাখ টাকা ও নিমাই মজুমদারের কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছিলেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে। এছাড়া আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, কালকিনি, ডাসার ও কোটালীপাড়া এলাকাতেও অসংখ্য মানুষ তার প্রতারণার শিকার হয়েছেন।