
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কতৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ উপলক্ষে বাবুগঞ্জে লিফলেট বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান। উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা ও ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব আনোয়ার হোসেন হেমায়েতের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য-সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এসময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল করিম হাওলাদার, যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম মিরন, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ জসিম উদ্দিন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন শিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজন শিকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আহসান উদ্দিন জালাল, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হালিম হাওলাদারসহ দেহেরগতি ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার ফিরবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার হবে। দুর্নীতি ও দমন-নীতি বন্ধ হবে, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে। আমাদের উদ্দেশ্য একটাই- ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণকে জানাতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য কী করতে চান। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানকার সংসদীয় আসনে জয়নুল আবেদীনের নির্দেশে বিএনপির পক্ষে প্রচারণা চালানো হবে।