
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে চলছে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম। উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত তাঁর নেতৃত্বে গত কয়েক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন স্থানে পুল, রাস্তা নির্মাণ ও সংস্কারের এক ব্যতিক্রমী উন্নয়নের ধারা শুরু হয়েছে।
মাত্র কয়েক সপ্তাহে ২০টিরও বেশি উন্নয়নমূলক কাজ সম্পন্ন ও চলমান রয়েছে। যা সম্পূর্ণ হয়েছে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে। এর মধ্যে উল্লেখযোগ্য-বলদিয়া মলুহার বালিকা বিদ্যালয় সংলগ্ন পুলে নতুন ছাউনি, কেরামদ্দি সালাম মেম্বার বাড়ি সংলগ্ন দুটি পুল, ৬নং ওয়ার্ড ফকিরবাড়ি রাস্তায় ৬০০ ফুট সংস্কার, জিলবাড়ী মসজিদ সংলগ্ন বেলুয়া নদীতে নতুন পুল, কাটাখালি মাদ্রাসা সংলগ্ন পুল, রাজাবাড়ী বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে নতুন পুল, সোনারঘোপ ও কাটাপিঠানিয়া দুর্গা মন্দির সংলগ্ন তিনটি পুলসহ বিন্না ও আজিজ আমিনবাড়ি সংলগ্ন রাস্তাসমূহের উন্নয়ন।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দ ছাড়াই স্বেচ্ছাশ্রম ও স্থানীয় অর্থায়নে এসব কাজ সম্পন্ন হচ্ছে। এতে অংশ নিচ্ছেন এলাকার সাধারণ মানুষ, যুবক, দলীয় কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, সবার আগে বলদিয়া এই মূলমন্ত্রে ঐক্য, ভালোবাসা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে পুরো ইউনিয়ন। সৈকত ভাইয়ের নেতৃত্বে বলদিয়া ইউনিয়ন আজ স্বনির্ভরতা, ঐক্য ও জনসেবার এক দৃষ্টান্ত। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের এই প্রচেষ্টা চলবে। এই উদ্যোগ প্রমাণ করছে, বিএনপির রাজনীতি শুধু আন্দোলন নয়; বরং জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে নিবেদিত এক ইতিবাচক রাজনীতি।
আরএ/এমআর