
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষার দাবিতে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে বিবিসি (বিসমিল্লাহ ব্রিকস) ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বিকেলে আকবাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফসলি জমিতে স্থাপিত ইটভাটার কারণে অন্তত পাঁচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীববৈচিত্র্য, গ্রামীণ সড়ক ও প্রাণীসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তিন কিলোমিটারের মধ্যে রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও আইন অমান্য করে ইটভাটা স্থাপন করা হয়েছে বলে জানান তারা।
কৃষক কবির গাজী ও নাশির উদ্দিনসহ স্থানীয়রা বলেন, ইটভাটার কারণে জমির উর্বরতা হারিয়েছে, ফলে ফসল উৎপাদন কমে গেছে। শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তারা দ্রুত ইটভাটা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল জানান, ওই ইটভাটার জন্য কৃষি অফিস থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। কৃষিজমিতে ইটভাটা স্থাপন করলে জমি ও পরিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
পরিবেশ অধিদপ্তরের বরগুনা সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, সরকার অনুমোদনবিহীন কোনো ইটভাটা পরিচালিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বিবিসি ইটভাটার মালিক মো. হান্নান মৃধা দাবি করেন, তার ইটভাটা ঝিকঝ্যাক প্রযুক্তির, যা পরিবেশের ক্ষতি করে না। সব ধরনের ছাড়পত্র নিয়েই তিনি ইটভাটা স্থাপন করেছেন বলে দাবি করেন তিনি।
এমএইচকে/এমআর