
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও ওসি আশাদুর রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি উপজেলায় সফরের ধারাবাহিকতায় আজ গলাচিপায় এসেছি। এখানে যেসব সমস্যা উপস্থাপিত হয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা পরিষদ সড়ক ও পরিষদ চত্বরের ফুলের বাগান নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি গলাচিপা পৌরসভা ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এসডি/এমআর