ইন্দুরকানী ও ভান্ডারিয়ার যৌথ অভিযানে দুই জেলের কারাদণ্ড

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানী ও ভান্ডারিয়ার যৌথ অভিযানে দুই জেলের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫


ইন্দুরকানী ও ভান্ডারিয়ার যৌথ অভিযানে দুই জেলের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, ​ইন্দুরকানী (পিরোজপুর)

​পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় যৌথভাবে মৎস্য অধিদপ্তর পরিচালিত অভিযানে কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুইজন জেলেকে আটক করে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

​বুধবার রাত মধ্যরাতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

​ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস-এর যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬,০০০ মিটার কারেন্ট জাল এবং ৩,৫০০ মিটার ইলিশা জাল জব্দ করা হয়।

​পরে ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আটক দুই জেলে, মো. বাবু (৩০), পিতা: বারেক খান এবং ইব্রাহিম (৩৫), পিতা: মৃত জয়নাল খান-কে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ দেওয়ার পর জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​ভাণ্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারে, সে জন্য প্রশাসন, পুলিশ ও মৎস্য অধিদপ্তর একযোগে কাজ করছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৪৮ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ