কলাপাড়ায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, শয্যা সংকটে থাকছেন ফ্লোরে
হোম পেজ »
পটুয়াখালী »
কলাপাড়ায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, শয্যা সংকটে থাকছেন ফ্লোরে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন হাসপাতালে গড়ে ১৩-১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।এছাড়া অসংখ্য রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ৫০ শয্যার কলাপাড়া হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত পাঁচটি বেড রয়েছে। কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকায় সাধারণ রোগীর ওয়ার্ডে ভর্তি হয়ে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বহু রোগী কে ফ্লোরে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন ৭০-৭২ জন রোগীর ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে। একেতো চিকিৎসক সংকট প্রকট। তারপরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এখন যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে যে কয়জন চিকিৎসক আছেন তারা হিমশিম খাচ্ছেন।
সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সচল রাখা। মাত্র একজন পরিচ্ছন্ন কর্মী রয়েছে হাসপাতালে। ফলে কোনক্রমেই এটির পরিচ্ছন্ন কার্যক্রম সচল রাখা সম্ভব হয় না। আউটসোর্সিং কর্মচারী থাকলেও তাঁদের বেতন দীর্ঘদিন পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে পরিচ্ছন্ন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, খুব স্বল্পসংখ্যক জনবল দিয়ে এখন হাসপাতালের বহির্বিভাগের দৈনিক ২৫০-৩০০ রোগী ছাড়াও প্রতিদিন ভর্তি থাকা ৬০-৭০ জন রোগীর যথাযথ চিকিৎসা সেবা সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে। জরুরি বিভাগও সামলে নিতে হয়। এর মধ্যে পরিচ্ছন্ন কর্মী আছে মাত্র এক জন। তারপর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় এখানে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন রোগী ভর্তি হয়েছে। এখন হাসপাতালে মোট ২১ জন রোগী ভর্তি রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ বছর শুরু থেকে গতকাল ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ৪৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকদের দাবি এসময় অস্বাভাবিক মাত্রার জ্বর থাকলেও শত শত রোগী বাসায় থেকে নিজের মতো করে চিকিৎসা করছেন, যা কোনক্রমেই কাম্য নয়। প্রত্যেকেরই হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করা প্রয়োজন। তবে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশরাই মশারী পর্যন্ত ব্যবহার করেন না। ফলে ডেঙ্গুর প্রকোপ আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়াও কলাপাড়া পৌরসভার অধিকাংশ ড্রেন ময়লা আবর্জনায় একাকার হয়ে গেছে।
এমইউএম/এমআর
বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৫ ●
৯৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)