চাঁপাইনবাবগঞ্জে মাদক ও পতিতাবৃত্তি বিরোধী মানববন্ধন

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে মাদক ও পতিতাবৃত্তি বিরোধী মানববন্ধন
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে মাদক ও পতিতাবৃত্তি বিরোধী মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

মাদকমুক্ত ও পতিতাবৃত্তিমুক্ত এলাকা চাই এই স্লোগানে  সামনে রেখে গোমস্তাপুরে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। রবিবার বিকেল ৫টায় রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দিঘীপাড়া মহল্লায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার বাসিন্দারা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রহনপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নেওয়ার দাবি জানান।
এসময় উচ্ছেদ  ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রফেসর মুকুল, মোস্তাকিম আহমেদ লালচান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগরসহ স্থানীয় না না  গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল সুন্দরীর বোন বেলনা নিজ বাড়িতে পতিতালয় চালু করলে এলাকাবাসীর ক্ষোভে সেটি পুড়িয়ে দেওয়া হয়।


এই/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:২২ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ