কুয়াকাটা পৌরসভায় কর মেলা অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা পৌরসভায় কর মেলা অনুষ্ঠিত
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


কুয়াকাটা পৌরসভায় কর মেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা পৌরসভার নাগরিকদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি ও বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ হিসেবে শুরু হয়েছে পৌরকর মেলা-২০২৫।
পৌরসভার তথ্য অনুযায়ী, বর্তমানে পৌর এলাকার কর বকেয়া রয়েছে ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা।
রবিবার (১২ অক্টোবর) কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। সবাই পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সচ্ছল ও কার্যকর পৌরসভা গঠনে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। নাগরিকদের দায়িত্বশীল হতে হবে, তাহলেই সেবার মান আরও উন্নত হবে। কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, পৌরসভার সেবা কার্যক্রম সচল রাখতে কর আদায় অত্যন্ত জরুরি। নাগরিকদের নিয়মিত কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে অংশ নিতে হবে। আয়কর মেলার মাধ্যমে করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছি।
তিনি আরও জানান, মেলা চলাকালীন সময়ে যারা কর পরিশোধ করবেন তাদের জন্য ১০ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
পৌরসভার কর আদায় কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বকেয়া কর আদায়ে এ বছর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় সরাসরি কর পরিশোধের ব্যবস্থা থাকায় করদাতাদের মধ্যে ভালো সাড়া মিলছে। আশা করছি, এই উদ্যোগে কর আদায়ে গতি আসবে এবং নাগরিক সেবাও আরও সম্প্রসারিত হবে।


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৬ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ