আগৈলঝাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া(বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, শিক্ষক মাহামুদুল আলম মিঠু, মেডিকেল টেকনোলজি (ইপিআই) মোঃ শাহাদাত, স্বাস্থ্য সহকারী শেলী হক, মালা পাত্র প্রমুখ।
এ্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব জানান, উপজেলার ৫টি ইউনিয়নে ৪১ হাজার ৪ শত ৪১ জনকে টিকা প্রদানের টার্গেট নেয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের ১ ডোজ টিসিবি টিকা প্রদান করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেয়া হচ্ছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৯:১২ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ