সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

হোম পেজ » রাজনীতি » সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


 

বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সাগরকন্যা প্রতিবেদক, সিলেট

সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাহসীনা রুশদীর লুনা ও মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।


পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বাসিয়া ব্রিজের দু’পারে দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে রূপ নেয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।


সংঘর্ষ চলাকালে বিশ্বনাথ বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় দৌলতপুর ইউনিয়নে। সমাবেশকে কেন্দ্র করে বিকেল থেকেই দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।


সমাবেশ শেষে হুমায়ুন কবিরপন্থী নেতাকর্মীরা বিশ্বনাথ উপজেলা সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে মিছিল বের করে। এ সময় তাহসীনা রুশদীর লুনাপন্থী নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৫৯:১৭ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ