আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা

হোম পেজ » কুয়াকাটা » আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)॥

পটুয়াখালীর মহিপুরের আলীপুর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নির্বাচন–২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৪ অক্টোবর, বাছাই ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৮ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ নভেম্বর আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান। মোট ভোটার ৬৫৫ জন, যার মধ্যে ১০ জন নারী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান খান।

নির্বাচন আহ্বায়ক খলিলুর রহমান জানান, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক-মোট সাতটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এএএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৩ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ