দশমিনায় ১৪’শ ৫৫ জেলে পরিবারে চাল বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ১৪’শ ৫৫ জেলে পরিবারে চাল বিতরণ
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


দশমিনায় ১৪‘শ ৫৫ জেলে পরিবারে চাল বিতরণ

সাগরকন্যা দশমিনা(পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় ১হাজার ৪শ’ ৫৫জন জেলেকে খাদ্য প্রণোদনার অংশ হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ জেলের চাল বিতরণ করা হয়। এদিকে তেঁতুলিযা ও বুড়াগৌরঙ্গা নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মা ইলিশ সংরক্ষণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তবে জেলেরা চাল পেলেও নিষেধাজ্ঞার কারণে বেকার। তাই  সংসার নিয়ে কষ্টের মধ্যে দিন পার করতে হয়। এতে প্রান্তিক অনেক জেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে টহল হোড়দার করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও মৎস্য বিভাগ চলতি মাসের ৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সকল ধরনের মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের ২৫ কেজি করে বাঁশবাড়িয়ার ১হাজার ৪শ’ ৫৫জন জেলেকে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ট্র্যাক অফিসার ও উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো, সবুজ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, ইউপি সদস্যগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আমার এ ইউনিয়ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী ভঙ্গন কবলীত এবং জেলে পরিবার। নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য প্রণোদনা দেয়া হয়। কিন্তু সরকার নিষেধাজ্ঞার সময়ে এনজিও’র ্ঋনের কিস্তি বন্ধ থাকে তাহলে জেলেদের এত চিন্তায় পরতে হয়না।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৫ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ