দশমিনায় মা ইলিশ রক্ষায় যুবদলের মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় মা ইলিশ রক্ষায় যুবদলের মানববন্ধন
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


হেডলাইন হিসেবে এটা কেমন? দশমিনায় মা ইলিশ রক্ষায় যুবদলের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাজিরহাট লঞ্চঘাট নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা যুবদল। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শামীম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল ও হুমায়ুন কবির মিলন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আলী খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের নির্দেশে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মা ইলিশ শিকারে বিএনপি বা এর সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০১ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ