কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উৎসবমুখর প্রবারণা পূর্ণিমা উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উৎসবমুখর প্রবারণা পূর্ণিমা উদযাপন
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উৎসবমুখর প্রবারণা পূর্ণিমা উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

আত্মশুদ্ধি অর্জন ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধধর্মাবলম্বীরা উদযাপন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে দিনটির সূচনা হয়। কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন বৌদ্ধ ভিক্ষু ও রাখাইন নারী-পুরুষরা। তারা বুদ্ধের উদ্দেশে ফুল, বাতি ও বিভিন্ন সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এ উৎসব।

উৎসবকে ঘিরে জেলার রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রঙিন ফানুস।

 

কলাপাড়ায় বৌদ্ধবিহারগুলোতে উৎসবমুখর প্রবারণা পূর্ণিমা উদযাপন

আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসবের সূচনা হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে এক মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব।

বাংলাদেশ সময়: ১৪:৫০:০৩ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ