ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের অপসারণ দাবিতে মানববন্ধন

হোম পেজ » রাজশাহী » ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের অপসারণ দাবিতে মানববন্ধন
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের অপসারণ দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের বাতেনখাঁ মোড়ে ইসলামী ব্যাংকের জেলা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে দুই শতাধিক গ্রাহক অংশ নেন। এতে বক্তব্য রাখেন নবাব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, অধ্যাপক মোজাম্মেল হক, গ্রাহক মোজাম্মেল হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ অবৈধভাবে মেধা যাচাই ছাড়াই শুধু চট্টগ্রামের লোকজনকে বিবেচনায় নিয়ে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়েছে। তাদের অনেকেই ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে অজ্ঞ। এর ফলে গ্রাহকসেবা ভেঙে পড়ে।

বক্তারা আরও জানান, ২০২৪ সালের আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ৭ হাজার ২২৪ জন কর্মকর্তার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারই পটিয়া উপজেলার বাসিন্দা। অন্য জেলার প্রার্থীদের বঞ্চিত করে গোপনে নিজ এলাকার লোকদের নিয়োগ দিয়েছেন এস আলম।

মানববন্ধন থেকে অবিলম্বে ওই সময় নিয়োগপ্রাপ্তদের অপসারণ করে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:১২:৩১ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ