দশমিনায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


দশমিনায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে দশমিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা পরিবারের সহযোগীতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।

র‌্যালির পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরতিজা হাসান। সভার সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন।

অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, মেরিল ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষিকারা।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪৩ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ