গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এ নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে এবং মোট ৩৫ জন মুক্তিযোদ্ধা ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান নেতৃত্বাধীন প্যানেল ২১ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সন্যামতের প্যানেল পান ১৪ ভোট। ফলাফলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মান্নান বেপারী, মুনছের সরদার, মান্নান সরদার ও জালাল বেপারী সদস্য হিসেবে নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার পর আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুনসুর হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৩ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ