চরমোনাই পীর ইসলামী ভোট এক বাক্সে চাওয়ায় কাজ করছেন-বাগেরহাটে জিল্লুর রহমান

হোম পেজ » খুলনা » চরমোনাই পীর ইসলামী ভোট এক বাক্সে চাওয়ায় কাজ করছেন-বাগেরহাটে জিল্লুর রহমান
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


চরমোনাই পীর ইসলামী ভোট এক বাক্সে চাওয়ায় কাজ করছেন: বাগেরহাটে জিল্লুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম ইসলামী সমমনা দলগুলোর ভোট এক বাক্সে আনতে চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মোংলার শ্রমিক সংঘ চত্বরে সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। গত দেড় যুগে আওয়ামী শাসনে দেশের অর্থনীতি তলানিতে নেমেছে। স্বৈরশাসন রোধে জাতীয় সরকার গঠন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। এতে মনোনয়ন বাণিজ্য, কালো টাকার ছড়াছড়ি ও অবৈধ অস্ত্রের মহড়া বন্ধ হবে বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ জিল্লুর রহমান বাগেরহাটের চারটি আসন থেকে একটি কর্তনকে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা পুনর্বহালের দাবি জানান।

সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং গণহত্যাকারীদের বিচার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। পরে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪১ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ