অনাবাসী বাংলাদেশিদের হজে যেতে হবে নিজ দেশ থেকেই

হোম পেজ » জাতীয় » অনাবাসী বাংলাদেশিদের হজে যেতে হবে নিজ দেশ থেকেই
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

অনাবাসী বাংলাদেশিদের হজ পালনে নিজ দেশ থেকেই সৌদি আরবে যেতে হবে। বসবাসরত অন্য কোনো দেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরব যাওয়া যাবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত যাত্রী সেই দেশ ছাড়া অন্য দেশ থেকে হজে গমন করতে পারবেন না।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু এজেন্সি বিদেশে থাকা বাংলাদেশিদের সরাসরি বিদেশ থেকে হজে পাঠাচ্ছে, যা হজ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে। এদের প্রি-অ্যারাইভাল ডাটা, স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান, ই-হজ ফিটনেস সনদ ও প্রশিক্ষণ নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া বিমানের আসন শূন্য থাকা ও সামগ্রিক ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকেই পাঠানোর ব্যবস্থা নিতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে।


প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:৪৫ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ