
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনানুষ্ঠানিকভাবে দুই শতাধিক সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে। কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের মতামত, দলীয় কর্মকাণ্ড, জনপ্রিয়তা এবং মাঠ জরিপের ভিত্তিতে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। পটুয়াখালী জেলা থেকে শুরু করে দেশের সব জেলার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে দলটির হাইকমান্ড।
পটুয়াখালী-৪ আসনে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পটুয়াখালী-৩, পটুয়াখালী-২ ও পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
দলের শীর্ষ নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন। যেসব এলাকায় মনোনয়ন নিয়ে বিভাজন বা কোন্দল রয়েছে, সেখানে বৈঠকের মাধ্যমে সব পক্ষকে একত্রিত করে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বরিশাল বিভাগের অন্যান্য আসনে ভোলা-২ থেকে হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভোলা-৪ থেকে নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ থেকে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৩ থেকে জয়নুল আবেদীন এবং বরিশাল-৪ থেকে রাজীব আহসানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন আসনেও প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। দলীয় সূত্র জানিয়েছে, ধাপে ধাপে সব আসনে প্রার্থীদের চূড়ান্ত করা হবে।
বিএনপি ইতোমধ্যে মাঠ জরিপ, তৃণমূল নেতাকর্মীদের মতামত গ্রহণ, সমমনা দল ও জোটের সঙ্গে সমন্বয়সহ নির্বাচনের পূর্ণ প্রস্তুতি শুরু করেছে বিএনপি। যেসব প্রার্থী তালিকায় এগিয়ে আছেন, তাদের মাঠে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবার নির্বাচনে তরুণ নেতা ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা স্থানীয় পর্যায়ে প্রার্থীদের সমর্থন ও প্রচারণায় অংশ নেবেন। তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে, দলের সবুজ সংকেত পাওয়া প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো প্রার্থী যদি দলের নির্দেশনা অমান্য করেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় শীর্ষ নেতারা বারবার জোর দিয়ে বলছেন, নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে, পটুয়াখালী-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের মনোনয়ন প্রায় নিশ্চিত হওয়ায় এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।