গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হোম পেজ » রাজশাহী » গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে তাজকিন ওরফে সজীব (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তাজকিন গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকার মিঠুন আলীর ছেলে। তিনি গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার আরও কয়েকজন ছাত্রের সঙ্গে তিনি পাশের গোমস্তাপুর কলেজের পুকুরে গোসল করতে যান। সাঁতার না জানায় তাজকিন পানিতে ডুবে যায়।

সহপাঠীরা ও শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদূদ আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৯:০০:১৪ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ