ফলোআপ– আগৈলঝাড়ায় সেই শ্রমিকদল নেতা আজীবনের জন্য বহিষ্কার

হোম পেজ » বরিশাল » ফলোআপ– আগৈলঝাড়ায় সেই শ্রমিকদল নেতা আজীবনের জন্য বহিষ্কার
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় সেই শ্রমিকদল নেতা আজীবনের জন্য বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শ্রমিকদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা।

আগৈলঝাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি রাস্তায় র‌্যাব পরিচয়ে তল্লাশি চালান পাঁচজন। তারা হলেন ভুয়া র‌্যাব সদস্য রমজান মোল্লা, শ্রমিকদল নেতা রাসেল মোল্লা, নরত্তোম হালদারসহ আরও দুজন।

তল্লাশির সময় বিপুল ঢালী, পলাশ মণ্ডল ও চঞ্চল কর্মকারের কাছ থেকে তারা মামলা করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে ভুয়া র‌্যাব সদস্যরা সিইওর নাম বলতে না পারায় সন্দেহ হয় ভুক্তভোগীদের। পুলিশে খবর দেওয়ার কথা শুনে তারা পালানোর চেষ্টা করেন।

স্থানীয়রা ধাওয়া দিয়ে রমজান মোল্লা, নরত্তোম হালদার ও রাসেল মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় বিপুল ঢালী বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:১২ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ