ভূমধ্যসাগরে নিখোঁজ গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে!

হোম পেজ » বরিশাল » ভূমধ্যসাগরে নিখোঁজ গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে!
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


গানফুদা কারাগারের প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ গৌরনদী উপজেলার ৩৮ যুবকের সন্ধান মিলেছে। নিখোঁজ ওই ৩৮ যুবকসহ ৭০ বাংলাদেশীকে লিবিয়ার কোস্টগার্ড আটক করে ১৫ সেপ্টেম্বর বিকেলে গানফুদা কারাগারে হস্তান্তর করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। গৌরনদী থানা পুলিশ এসব তথ্য যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানা গেছে।

জানা গেছে, আটককৃতদের মধ্যে ৫০ জন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ও বার্থী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকিরা ঢাকা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার। নিখোঁজ ৩৮ যুবকের পরিবারের সদস্যরা তাদের ছবি ও পাসপোর্টসহ ফেসবুকে সন্ধান চেয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। সন্ধান পাওয়া যাওয়া খবর পেয়ে আত্মীয়-স্বজনদের উদ্বেগ কমেছে।

স্থানীয়রা জানান, প্রিয়জনদের ভবিষ্যৎ বদলের স্বপ্নে তারা লিবিয়া থেকে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঋণ, জমি বিক্রি ও ধারদেনা করে প্রত্যেকে ১৫ থেকে ১৮ লাখ টাকা দালাল চক্রকে দিয়েছিল। দালাল জাকির মোল্লা ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে গৌরনদীর যুবকদের লিবিয়ায় নিয়ে গিয়েছিল।

মানব পাচার চক্রের দালালরা জানায়, নিখোঁজ ৩৮ জন ও ৩২ জনসহ মোট ৭০ জনকে কোস্টগার্ড আটক করে গানফুদা কারাগারে হস্তান্তর করেছে। কারাগার থেকে তাদের পর্যায়ক্রমে ছাড়া দেওয়ার ব্যবস্থা করা হবে।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুকে ছড়ানো অনেক তথ্য সঠিক নাও হতে পারে। লিবিয়া থেকে অবৈধ পথে যাওয়ার সময় কেউ নিখোঁজ বা কোস্টগার্ডের হাতে আটক হতে পারে। লিখিত অভিযোগ পেলে মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:০১:২৪ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ