
সাগরকন্যা ঢাকা অফিস
ধূমপান ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের উদ্যোগে ‘জীবন বদলে দাও’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ঢাকার হাইকোর্ট মাজার গেটে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন চ্যানেল ২৪-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও বিজিএমইএ ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সদস্য এবং খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন রিপন। প্রথম আলোচক ছিলেন কথাসাহিত্যিক ও ম্যাজিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এবিএম সোবহান হাওলাদার, লেখক ও মানবাধিকার কর্মী মো. মোশারফ হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব ধূমপানমুক্ত নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক মো. রেজাউল ইসলাম লাকী।
উদ্বোধনী ঘোষণা শেষে সকাল সাড়ে ১১টায় একটি র্যালি হাইকোর্ট মাজার গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব, পল্টন হয়ে মতিঝিলে শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে পথশিশু, মাদকাসক্ত ও ধূমপায়ী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং ধূমপান ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।

সভাপতি রেজাউল ইসলাম লাকী বলেন, ধূমপানই নেশার প্রথম ধাপ। সবাইকে ধূমপানকে না বলতে হবে। বক্তারা মনে করেন, ধূমপান রোধ করা গেলে মাদকের বিস্তারও কমে আসবে। এজন্য সরকারি আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।