কলাপাড়ায় বিদ্যালয় ভবন নির্মাণ কাজ অনিয়মের অভিযোগে বন্ধ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিদ্যালয় ভবন নির্মাণ কাজ অনিয়মের অভিযোগে বন্ধ
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় বিদ্যালয় ভবন নির্মাণ কাজ অনিয়মের অভিযোগে বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

নিম্নমাণের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় স্থানীয়দের তোপের মুখে বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের নয় নং ওয়ার্ডের বড় সিকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ চলছিল। মরা পাথর, জং ধরা রড ও নিম্নমাণের সামগ্রী দিয়ে কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী কনস্ট্রাকশন। স্থানীয়রা এর প্রতিবাদ করলেও সাইটের তদারকি করা কার্যসহকারী এতে কোন কর্ণপাত করছিলেন না। এক পর্যায়ে স্থানীয়দের তোপের মুখে এলজিইডি কর্তৃপক্ষ এসে কাজটি বন্ধ করে দেয়। এর আগে কয়েকদিন আগে স্থানীয়দের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক সরেজিমন পরিদর্শন করে সিডিউল অনুসারে মালামাল ব্যবহারের নির্দেশনা দেন। কিন্তু আজকে আবার পুরনো নিম্নমাণের সামগ্রীর ব্যবহার করছিল, এ নিয়ে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মাঝে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের লক্ষ্যে দুইতলা ভবন নির্মাণ করছিল এলজিইডি কর্তৃপক্ষ। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরু হয়। তখন থেকে নিম্নমাণের রড, পাথর, খোঁয়া, বালুর ব্যবহার চলে আসছে। ওইসব সামগ্রী দিয়ে ইতোমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়। সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহার করায় বিভিন্ন সময় অভিযোগ তুলেন এলাকাবাসী। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন কার্যকরি পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী আজকে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, ওইসব সামগ্রী পরিবর্তন করার জন্য আগেই বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৪ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ