
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া অফিস বাজার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ১৯৬৭ সালে পানি উন্নয়ন বোর্ড আমতলীর হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় ৫৪/বি পোল্ডারে ১০ একর জমি অধিগ্রহণ করে। এ জমিতে বাঁশবাড়িয়া নদীর দুই পাড়ের ৩০ হাজার মানুষ, গবাদিপশু ও ফসল রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়।
সেই বাঁধের জমিতে স্থানীয় কবির মল্লিক ৬ শতাংশ এবং লিবিয়া প্রবাসী লিটন হাওলাদার ৫০ শতাংশ জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। এছাড়া গত ২০ বছরে শতাধিক ব্যক্তি বাজার এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এতে বাঁধ ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
অবৈধ স্থাপনা নির্মাণকারী কবির মল্লিকের স্ত্রী শিল্পী বেগম বলেন, নোটিশ পাইনি। তবে আমাদের একার বিরুদ্ধে কেন? বাজারে আরও অনেকেই অবৈধ স্থাপনা করেছেন।
লিবিয়া প্রবাসী লিটন হাওলাদার নোটিশ পাওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, জমিটি তার রেকর্ডীয়।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, চিঠি পেয়েছি। নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান চালালে পুলিশ সহযোগিতা করবে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বাঁধের জমি দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদে নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।