দশমিনায় নাজমুল হকের বাবার জানাজায় মানুষের ঢল

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় নাজমুল হকের বাবার জানাজায় মানুষের ঢল
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫


 

দশমিনায় নাজমুল হকের বাবার জানাজায় মানুষের ঢল

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক কর্মচারী ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ব্যবসায়ী নাজমুল হক (টিটু)-এর বাবা মো. হারুন মিয়া ওরফে সিদ্দিক হাওলাদার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ঢাকায় বড় ছেলের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হক টিটু জানান, জানাজার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃতের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০১ ● ২৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ