
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম.এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস ও বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেক।
বক্তারা অভিযোগ করেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে বিদায় করেই দাবি আদায় করা হবে। বক্তারা বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দেন।
তাদের দাবি, চারটি আসনকে তিনটিতে নামিয়ে আনা নির্বাচন সীমানা নির্ধারণ আইন ৬ ধারার পরিপন্থী। এতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে। প্রয়োজনে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান বক্তারা।
এদিকে একই দাবিতে মোংলায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মোংলা শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, নাসির তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবলু ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেন।
বক্তারা বলেন, হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তারা হুঁশিয়ারি দেন, হরতালে মোংলা বন্দরের কার্যক্রম, ইপিজেডসহ শিল্পকলকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও নৌযান চলাচল বন্ধ থাকবে। তবুও দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা এবং এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেন।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দিনভর বাগেরহাট সদরসহ সব উপজেলা ও পৌর শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে।