রাঙ্গাবালীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


 

রাঙ্গাবালীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামির নাম আবু সালেহ হাওলাদর (৪৫)। সোমবার রাতের দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আবু সালেহ ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

রাঙ্গাবালীর চরমোন্তাজ তদন্তকেন্দ্র ইনচার্জ মোঃ রাতুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারি অপহরণের পর ধর্ষণ মামলায় রাঙ্গাবালী থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আবু সালেহ হাওলাদর সেই মামলার দ্বিতীয় নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ