মহিপুরের ধুলাসারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, পাইপ বিনষ্ট

হোম পেজ » কুয়াকাটা » মহিপুরের ধুলাসারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, পাইপ বিনষ্ট
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫


মহিপুরের ধুলাসারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, পাইপ বিনষ্ট

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে অ্যাকশনে যায় প্রশাসন। এসময় বাদল সরদার (৩৫) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্বদিকে এগিয়ে ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন জোয়ার-ভাটা প্রবাহমান খাল ভরাটের সময় তাকে আটক করা হয়। এসময় ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয় এবং বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালী একটি মহল কয়েকদিন ধরে মাছের ঘের থেকে বালু উত্তোলন করে খাল ও সংরক্ষিত বনভূমি ভরাট করে মার্কেট তৈরির চেষ্টা চালাচ্ছিল। এতে বেড়িবাঁধ ঝুঁকিতে পড়ছে এবং বনভূমি দখলের হুমকি তৈরি হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৪:৩৬:৩৪ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ