কলাপাড়ার চাকামইয়া মহিলা দলে মোশাররফকে এমপি করার অঙ্গীকার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার চাকামইয়া মহিলা দলে মোশাররফকে এমপি করার অঙ্গীকার
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চাকামইয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ আয়োজন হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নে জনগণ অতিষ্ঠ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তৃণমূলে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করার অঙ্গীকার করেন নেতারা।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। উদ্বোধক ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি। প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারসহ অনেকে।

সভায় সভাপতিত্ব করেন মোসাঃ চায়না আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা। পরে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন চায়না আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার ডলি, যুগ্ম সম্পাদক শিল্পী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হামিদা বেগম।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৭ ● ১৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ