
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পরিবেশ সংরক্ষণ ও বজ্রাঘাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় পটুয়াখালীতে তাল গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সদর উপজেলার ১৪ ইউনিয়নের প্রতিটিতে ৫০০টি করে তালগাছের চারা ও বীজ রোপণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন’।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডেইলি স্টারের সাংবাদিক সোহরাব হোসেন ও সংগঠনের সদস্যরা।
‘তারুণ্যের আউলিয়াপুর’ সংগঠনের কারিগরি সহায়তায় এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় যুবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পর্যায়ক্রমে ইউনিয়নের মিলনপট্টি, পচাকোড়ালিয়া, বড় আউলিয়াপুর ও ছোট আউলিয়াপুরসহ বিভিন্ন এলাকায় তালের বীজ বপন করা হবে।
‘তারুণ্যের আউলিয়াপুর’-এর উপদেষ্টা মো. রাকিব বলেন, তাল গাছ বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে সুরক্ষা দেয়। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এ গাছের ব্যবহার রয়েছে। অথচ তালগাছের সংখ্যা দিন দিন কমছে। তাই এর সংরক্ষণ ও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, সবাইকে তালগাছ রোপণে অংশ নিতে হবে। বাসা-বাড়ির পরিত্যক্ত তালের বীজ রোপণ করা বা সংগঠনের কাছে হস্তান্তর করলে সেগুলো উপযুক্ত স্থানে রোপণ করা হবে। সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫০০টি করে বীজ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধান অতিথি সাংবাদিক সোহরাব হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় বজ্রপাত বেড়েছে। এর ক্ষয়ক্ষতি কমাতে তালগাছসহ বৃক্ষরোপণের বিকল্প নেই।