
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. মেজবাহ উদ্দিন বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাজিব মিয়া।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. মেজবাহ উদ্দিন চেয়ার মার্কায় ১৬০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলাউদ্দিন ছাতা মার্কায় ৭৭ ভোট পান।
এ নির্বাচনে উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫৬টি মাদ্রাসার মোট ২৩৭ জন শিক্ষক-কর্মচারী ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, সদস্যদের বিশ্বাস ও আস্থার কারণে আমি নির্বাচিত হতে পেরেছি। আগামী দিনে সবার সঙ্গে মিলেমিশে কাজ করবো।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. ইমরান হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্যরা সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, গত মাসের ৮ তারিখ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। ১২ তারিখ দাখিল, ১৪ তারিখ যাচাই-বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ১৭ তারিখে আপিল শুনানি, ২২ তারিখে চূড়ান্ত তালিকা, ২৪ তারিখে প্রার্থিতা প্রত্যাহার এবং ২৫ তারিখে প্রতীক বরাদ্দের পর শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।