পলাতক বিজিবি সদস্য গোপালগঞ্জে বিয়ে করতে গিয়ে আটক

হোম পেজ » রাজশাহী » পলাতক বিজিবি সদস্য গোপালগঞ্জে বিয়ে করতে গিয়ে আটক
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


পলাতক বিজিবি সদস্য গোপালগঞ্জে বিয়ে করতে গিয়ে আটক

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পালিয়ে যাওয়ায় সৈনিক সাজ্জাদ ভুঁইয়াকে গোপালগঞ্জে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাঁকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন ও কাশিয়ানী সেনাবহিনী ক্যাম্প সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ ভুঁইয়া নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে।

বিজিবি ও সেনাবাহিনীর সূত্রগুলো জানায়, সাজ্জাদ ভুইয়া ছুটি নিয়ে বাড়ি যান। গত ১ জুলাই তার ছুটি শেষ হলেও বিজিবির ৫৩ ব্যাটালিয়নে আর ফিরে আসেন নি। বিজিবির পক্ষ থেকে একাধিকবার তাকে ফেরার জন্য বলা হলেও তিনি সাড়া দেন নি। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সোমবার সন্ধ্যায় বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড় এলাকায় বিয়ে করার জন্য যায়। মেয়ের আত্মীয়রা তাঁর পরিচয় ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তিনি অসংগতিপূর্ণ কথা বলেন। তখন সন্দেহ হলে তারা তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেন। পরে যৌথবাহিনী এসে তাকে গ্রেফতার  করে নিয়ে যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া সাজ্জাদ ভুঁইয়া বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা এসে সাজ্জাদকে বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৮ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ