ইন্দুরকানীতে পূর্ব শত্রুতায় শতাধিক গাছ কাটার অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে পূর্ব শত্রুতায় শতাধিক গাছ কাটার অভিযোগ
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


ইন্দুরকানীতে পূর্ব শত্রুতায় শতাধিক গাছ কাটার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জেরে শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলামের ভোগদখলীয় জমির আম, লেবু, পেঁপে, কলা, সুপারি ও চম্বলসহ শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনার অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষ নাছিমা বেগম (মোড়েলগঞ্জ), বালিপাড়ার লাভলু ও আবুল বাসারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, এর আগেও তারা একাধিকবার কামরুল ইসলামের জমির গাছপালা কেটে ফেলেছে।

ভুক্তভোগী কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, তার পৈত্রিক জমি দখল করতে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। তারা বারবার শালিস-বৈঠকের রায় অমান্য করে গাছপালা ধ্বংস করছে। সর্বশেষ রোববার পরিকল্পিতভাবে শতাধিক গাছ কেটে ফেলে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং কঠোর শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত নাছিমা বেগম দাবি করেন, ওই জমি তাদেরই। কামরুল ইসলাম সব জমি বিক্রি করে দিয়েছেন। তিনি শুধু নিজের জমির আগাছা পরিষ্কার করেছেন, গাছ কাটার অভিযোগ সত্য নয়।

ইন্দুরকানী থানার এসআই অশিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৮ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ