সুন্দরবনে অস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক

হোম পেজ » খুলনা » সুন্দরবনে অস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


 

সুন্দরবনে অস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়। আটককৃতের নাম আলমগীর হোসেন সাগর (৪৫)। তিনি বাগেরহাটের মোংলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন।

কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃত ও জব্দকৃত অস্ত্র-গুলি আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:০৬:০৬ ● ১৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ