বাউফলে গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহত

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহত
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম উজ্জল, তিনি কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত অপর সদস্য রাজিবের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮-১০ জনের মুখোশধারী ডাকাত প্রথমে মালয়েশিয়া প্রবাসী জলিল জোমাদ্দারের ঘরে ঢুকে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর তারা সেনা সদস্য সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রীল কেটে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসী তাদের ঘেরাও করে। এ সময় অধিকাংশ ডাকাত পালিয়ে যায়। তবে দুইজনকে ধাওয়া করে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী।

স্থানীয় বিএনপি নেতা রুস্তুম আলী ফরাজী জানান, আটককৃতরা নিজেদের নাম রাজিব ও মতিন বলে পরিচয় দিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১:৪৪:১৭ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ