বাউফল থানায় দুই কৃষককে আটকে মুচলেকা নেওয়ার অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » বাউফল থানায় দুই কৃষককে আটকে মুচলেকা নেওয়ার অভিযোগ
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল থানায় দুই কৃষককে আটকে মুচলেকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকরা হলেন উপজেলার চরমিয়াজান গ্রামের জাকির মাতুব্বর (২৮) ও মোস্তফা কামাল (২৬)।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চন্দ্রদ্বীপ ইউনিয়নের পঞ্চায়েত ওয়াকফ এষ্টেটের জমি চাষাবাদ করে আসছেন। বুধবার সকালে চর নিমদি মৌজার ১৯ খতিয়ানের ১২২, ১২৩ ও ১২৪ নং দাগে জমি চাষের পর বীজ রোপণ করতে গেলে বাউফল থানার এসআই শাহাবুদ্দিন তাদের আটক করেন।

পরে রাত ১২টার দিকে দেনদরবার শেষে জমিতে বীজ রোপণ না করার শর্তে মুচলেকা নিয়ে দুই কৃষককে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পঞ্চায়েত ওয়াকফ এষ্টেটের সুবিধাভোগী মোসলেম উদ্দিন বলেন, আমার নিযুক্ত দুই কৃষককে পুলিশ বেআইনিভাবে আটক করেছে। তিনি অভিযোগ করেন, এর আগে এ ওয়াকফ এষ্টেটের মোতোয়াল্লি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আদালতের নির্দেশ অমান্য করেছেন।

অভিযোগ প্রসঙ্গে এসআই শাহাবুদ্দিন জানান, সহিংসতার আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কৃষকদের আটক করে মুচলেকা নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে জানতে ইউএনও মো. আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৯ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ