উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

হোম পেজ » আবহাওয়া » উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে টানা পাঁচ দিন ধরে কুয়াকাটা-কলাপাড়া উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

বৃষ্টির পানিতে কলাপাড়া ও কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। বাসাবাড়িতেও পানি উঠেছে। টানা বৃষ্টিতে আমন ক্ষেত ও সবজি বাগান তলিয়ে গেছে। ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে মেঘমালা অব্যাহত থাকায় উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৬:৪০ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ