
সাগরকন্যা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবিএম মোশাররফ হোসেন।
শুক্রবার মাদ্রাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকালে তিনি বলেন, একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিতে পারে। বিগত ১৬ বছরে মেধাবীদের যথাযথ মূল্যায়ন হয়নি। দলমত নির্বিশেষে মেধাবীদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল কাইউম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল ওহাব, নূরে আলম মুরাদসহ শিক্ষক, নিয়োগ পরীক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা।
এদিন একজন ইবতেদায়ী প্রধান, দুইজন অফিস সহকারী, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, এবতেদায়ী পদে ৩ জন, অফিস সহকারী পদে ২২ জন, ল্যাব সহকারী পদে ৭ জন এবং আয়া পদে ৫ জনসহ মোট ৩৭ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগে সবাই একমত হয়েছেন।