চার বছর পর দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

হোম পেজ » পটুয়াখালী » চার বছর পর দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

দীর্ঘ চার বছর পর পটুয়াখালীর দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ এলাকায় এ সভা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন। সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন সঞ্চালনা করেন।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান ফরাজী, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল হক রতন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সরোয়ার ভূঁইয়া রুবেল বলেন, মাদকমুক্ত দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৫ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ