পর্যটকের ঢলে প্রাণচাঞ্চল্য কুয়াকাটায়

হোম পেজ » কুয়াকাটা » পর্যটকের ঢলে প্রাণচাঞ্চল্য কুয়াকাটায়
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫


পর্যটকের ঢলে প্রাণচাঞ্চল্য কুয়াকাটায়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বৈরী আবহাওয়ার কারণে অনেকদিন ধরে পর্যটক না এলেও আবহাওয়া অনুকূলে থাকায় শুক্রবার নেমেছে পর্যটকদের ঢল।

জিরো পয়েন্ট থেকে আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ছিল ভ্রমণপিপাসুদের ব্যাপক আনাগোনা। কেউ সমুদ্রের ঢেউয়ে ঝাঁপিয়ে পড়েছে, কেউ দলবেঁধে সাঁতার কেটেছে। আবার অনেকে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে। পর্যটকের ভিড় বাড়ায় কুয়াকাটার হোটেল-রেস্তোরাঁ, খাবার দোকান ও সৈকত-নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সেই পুরানো ব্যস্ততা ফিরে এসেছে।

সৈকতের বেঞ্চি ব্যবসায়ী রফিকুল ইসলাম সাগরকন্যাকে বলেন, অনেকদিন পর পর্যটক এসেছেন। তবে ঢেউয়ের তাণ্ডবে সৈকত ক্ষতবিক্ষত রয়েছে, ফলে ছাতা ও বেঞ্চ বসাতে সমস্যা হচ্ছে। বিচ রক্ষায় সরকারের সু-দৃষ্টি প্রয়োজন।

ঢাকা থেকে আসা পর্যটক মো. জামিল বলেন, ঢেউ ভালো লাগলেও বিচের অবস্থা বেশ খারাপ। জিও ব্যাগ এভাবে পড়ে আছে যে, গোসল করতে ভয় লাগে। ঢেউয়ের তোড়ে অনেক জায়গায় গর্ত হয়েছে, সেখানে পড়ে অনেকে আঘাত পাচ্ছেন।

কুমিল্লার পর্যটক মো. সেলিম হায়দার বলেন, আমি আগেও কুয়াকাটায় এসেছি। এখন বিচের অবস্থা খারাপ। সরকারকে অনুরোধ করছি, বিচের যত্ন নিতে এবং বালু চুরি রোধ করতে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সেবা ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের ভিড় থাকায় ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে সচেতনতা বাড়ানো হচ্ছে পর্যটকদের।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০৭ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ