কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


কলাপাড়ায় কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছেন বানভাসী মানুষ।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীরে এ সংবাদ সম্মেলন হয়। শতাধিক ভুক্তভোগী এসময় উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে স্থানীয় বাসিন্দা হালিমা আয়শা জানান, প্রায় ৪০ বছর ধরে ২৫০ পরিবার এখানে বসবাস করছে। বেড়িবাঁধ না থাকায় বর্ষা মৌসুমে দিনে দু’বার জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হয়। তলিয়ে যায় ২০০ একর কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। অনেকের চুলোয় জ্বলে না উনুন, নষ্ট হয় ফসল। তখন চলাচলের একমাত্র বাহন থাকে ভেলা বা নৌকা।

তিনি জানান, পশ্চিম লোন্দা গ্রামের ৩ কিলোমিটার এলাকায় টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ হলে এ দুর্ভোগ দূর হবে। দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, ভুক্তভোগীরা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪৫ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ