সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

হোম পেজ » রাজশাহী » সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


নাটোরের সিংড়া উপজেলায় কবুতর চোর সন্দেহে পিটিয়ে হত্যার শিকার আকরামের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর এক স্বজন। ছবি: সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, নাটোর

নাটোরের সিংড়ায় কবুতর চোর সন্দেহে আকরাম (১৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার পার সিংড়ায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটকোল এলাকায় মিঠু নামে এক যুবকের বাড়ি থেকে কবুতর চুরির অভিযোগ ওঠে। পরে মিঠু ও তাঁর সহযোগীরা আকরামকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিংড়া-পাটকল সড়কের পাশে ফেলে রেখে চলে যান তারা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আকরামের মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি পিটিয়ে হত্যার ঘটনা বলে মনে হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, চোর সন্দেহে আকরামকে মারধর করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:১১:২৪ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ