হকারের ঘুষিতে হকার নিহত

হোম পেজ » ঢাকা » হকারের ঘুষিতে হকার নিহত
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে দুই হকারের ঝগড়ায় একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইমান (বিমান)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার বাসিন্দা, মৃত লুৎফরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমান ফুটপাতে মেহেদি ও ফুল বিক্রি করতেন। কয়েকদিন ধরে আফজাল নামে এক হকার নেতা ইমানের জায়গায় গাউছকে বসাতে চাইছিলেন।

সকালবেলা ইমান মেহেদি বিক্রি করছিলেন। হঠাৎ গাউছ এসে তাঁর মালামাল ফেলে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গাউছ ইমানকে ঘুষি মারেন। ইমান সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। হত্যা মামলার প্রস্তুতিও চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:১৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ